Home > My Page > Privacy Policy

আমার পেইজ

ব্যক্তিগত তথ্য প্রসেসিং নীতি

March 15, 2013
Korea Employment Information Service

ব্যক্তিগত তথ্য প্রসেসিং নীতি

  • "কোরিয়া ইমপ্লয়মেন্ট ইনফর্মেশন" বিদেশী কর্মসংস্থান তদারকি পদ্ধতি থেকে ব্যবস্থা করা সকল ব্যক্তিগত তথ্য সংশ্লিষ্ট আইনে উপর ভিত্তি করে বা মেইন সংস্থার সম্মতিতে সংগ্রহ, রক্ষণ এবং প্রক্রিয়া করা হচ্ছে।

বিদেশী কর্মসংস্থান তদারকি সার্ভিস হলো ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন আনুসারে কোন ব্যক্তির ব্যক্তিগত তথ্য সুরক্ষা করে এই সংক্রান্ত অভিযোগ তরান্বিত করে সহজ ভাবে কার্য সম্পাদন করতে পরবর্তী রূপে ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ নীতি প্রকাশ করবো। তবে বিদেশী কর্মসংস্থান তদারকি সার্ভিসের হোম পেইজে সংযুক্ত থাকা লিংক ও পতাকা ক্লিক করলে অন্য সাইট বা ওয়েব পেইজে যান তবে যে সাইটে যাবেন বা ওয়েব পেইজের ব্যক্তিগত তথ্য গোপনীয়তা নীতিটি চেক করুন।

ধারা ১(ব্যক্তিগত তথ্য প্রক্রিয়ার উদ্দেশ্য)

  • ব্যক্তিগত তথ্য নিম্নলিখিত উদ্দেশ্য ছাড়া অন্য উদ্দেশ্যে ব্যবহার করবো না, ব্যবহারের উদ্দেশ্য পরিবর্তন করতে চাইলে আগে অনুমতি গ্রহণ করে প্রক্রিয়া করবো।
  • -বিদেশী কর্মসংস্থান তদারকি সার্ভিস( বিদেশী শ্রমিক বাছাই তদারকি, কোম্পানীর মালিকদের জন্য জনশক্তি সরবরাহ এবং চাহিদা ইত্যাদি)
  • -বিদেশী কর্মসংস্থান তদারকি সার্ভিস অভিযোগ প্রক্রিয়াকরণ

ধারা ২ (ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ, সংরক্ষণের সময়, প্রক্রিয়াকরণ আইটেম)

  • বিদেশী কর্মসংস্থান তদারকি সার্ভিস সংগৃহিত ব্যক্তিগত তথ্য সংরক্ষণের উদ্দেশ্য ছাড়া ব্যবহার না করে প্রক্রিয়া করা ব্যক্তিগত তথ্যের আইটেম নিম্নরূপ
  • ※বিদেশী কর্মসংস্থান তদারকি হোম পেইজ সার্ভিস প্রদানের জন্য বিদেশী শ্রমিক নিয়োগ সংক্রান্ত প্রচলিত আইন ধারা ৩১ অনচ্ছেদ ২ (প্রতি সনাক্তকরণ তথ্য প্রক্রিয়াকরণ) এ নির্ভর করে সদস্য পদ নিবন্ধনের পর জাতীয় নিবন্ধনে নম্বর( বিদেশী নাম নিবন্ধন নম্বর) সংগ্রহ করে কার্য সম্পাদন করা যাবে।

কার্য সম্পাদনের উদ্দশ্য কার্য সম্পাদনের আইটেম সংরক্ষণের মেয়াদ
বিদেশী কর্মসংস্থান তদারকি হোম পেইজ সদস্য নিবন্ধন কর্পোরেট ব্যবসায়ী/ ব্যক্তিগত সদস্য পদ

(প্রয়োজন)১. নাম ২. ই-মেইল ৩.সদস্যের ধরণ
৪.পাসওয়ার্ড ৫.পাসওয়ার্ডে প্রশ্ন উত্তর

※১৪বছর বয়সের নিচে ব্যক্তিগত তথ্য : বিদেশী কর্মসংস্থান তদারকি সার্ভিস ১৪বছর বয়সের নিচে ব্যক্তিগত তথ্য সংগ্রহ.কার্য সম্পাদন করে না।

বিদেশী শ্রমিক সদস্য পদ

(প্রয়োজন) ১. নাম ২. ই-মেইল ৩. পাসওয়ার্ড
৪. পাসওয়ার্ডে প্রশ্ন উত্তর
২বছর/সদস্য পদ প্রত্যাহার করা পর্যন্ত (২বছর পূনরায় রাজি)
ব্যক্তিগত তথ্য ফাইল পরিচালনার উদ্দেশ্য নাম, ফোন নং, জাতীয় নিবন্ধন নং, পরামর্শ জন্য ফাইল রেকর্ডিং ৫বছর

ধারা৩(ব্যক্তিগত তথ্য স্বয়ংক্রিয় সংগ্রহ ডিভাইসের ইনস্টলেশন, পরিচালনা এবং প্রত্যাখ্যান সম্পর্কিত অবস্থা)


সংগ্রহ আইটেম ব্যবহারের উদ্দেশ্য
হোমপেজে পরিদর্শন করার সময় আপনার অনুরোধ করা ওয়েবসাইটের ঠিকানা পরিসংখ্যানগত বিশ্লেষণ এবং ব্যবহারকারী ও ওয়েবসাইটের মধ্যে সহজ যোগাযোগ
আপনার IP ঠিকানা, ব্রাউজারের অনুরোধের প্রকার, এবং প্রোটোকল সংস্করণ
পরিদর্শন তারিখ এবং সময়
কুকি তথ্য সংস্থাটি একটি ওয়েবসাইট চালায়।ব্যবহারকারীর ব্রাউজারে ব্যবহৃত সার্ভার দ্বারা পাঠানো একটি ছোট পরিমাণ তথ্য হিসাবে ব্যবহারকারী ওয়েবসাইট যোগদানের সময় সংস্থার কম্পিউটর ব্যবহারকারীর কুকির বিষয়বস্তু পড়ে সহজ সার্ভিস প্রদান।
  • ※ওয়েব ব্রাউজ উপরের    মেনুর অবশন ইনস্টলের মাধ্যমে কুকি সেভকে প্রত্যাখান করা যায় এবং প্রত্যাখান করার ক্ষেত্রে বিদেশী নিয়োগ তদারকি হোম পেইজ কতৃক প্রদানকৃত আংশিক সার্ভিস ব্যবহারে বাধা থাকতে পারে।

ধারা৪(ব্যক্তিগত তথ্য ফাইলের বর্তমান অবস্থা)


বিদেশী কর্মসংস্থান তদারকি সার্ভিস প্রদানের জন্য সংশ্লষ্ট সংস্থা থেকে বিদেশী নিয়োগ তদারকি হোম পেইজের মাধ্যমে কার্য সম্পাদন করে চলেছে, দায়িত্ব পালনের সময় ব্যবসার সময় ব্যক্তিগত তথ্য ফাইলের নাম নিম্নরূপ।


ব্যক্তিগত তথ্য ফাইলের নাম
বিদেশী নিয়োগ অনুমতি বিদেশী শ্রমিক সন্ধানের আবেদন তথ্য
বিদেশী শ্রমিকের জন্য বেসিক তথ্য বিদেশী শ্রমিকদের সাধারণ সদস্য পদের তথ্য
বিদেশী কর্মসংস্থান প্রশিক্ষণ ফাইল বিশেষ কর্মসংস্থান বিদেশী (H-2 কোরিয়ান স্ব-জাতী) কর্মসংস্থান সংক্রান্ত তথ্য
কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষার ভর্তির আবেদন ফর্ম

※ব্যক্তিগত তথ্য ফাইলের বিস্তারিত নিবন্ধন অবস্থা প্রকাশের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যক্তিগত তথ্য নিরাপত্তার ব্যাপক সমর্থন দিয়েছে। "(www.privacy.go.kr)→ মেনু থেকে যাচাই করার আনুরোধ করি।

ধারা ৫(তৃতীয় পক্ষের ব্যক্তিগত তথ্য সরবরাহ)

  • <বিদেশী কর্মসংস্থান তদারকি পদ্ধতি ইন্টানেট সার্ভিস> হলো সাধারণ নিয়ম হিসাবে ব্যবহরকারীর ব্যক্তিগত তথ্যকে ধারা ১(ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের উদ্দেশ্য) থেকে নির্ধারিত আয়ত্তের মধ্যে ্রকরিয়া প্রক্রিয়া করে ব্যবহরকারীর পূর্ব আনুমতি ছাড়া মূল পরিসীমা অতিক্রম প্রক্রিয়া করা বা তৃতীয় পক্ষের কাছে প্রদান করবো না। তবে নিম্নলিখিত ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য প্রক্রিয়া করতে পারি।
  • -কোন ব্যক্তি থেকে আলাদা সম্মতি পেয়ে থাকলে (ব্যবহারকারী পূর্বে তৃতীয় পক্ষকে প্রদান এবং প্রকাশ করতে সম্মত হলে)
  • -অন্য আইনের মধ্যে বিশেষ নিয়ম থাকলে
  • -কোন ব্যক্তি ও তাঁর আইনগত প্রতিনিধি সাইন ইন করতে না পারার অবস্থায় থাকুক বা ঠিকানা অনুপস্থিত থাার কারণে আপনি পূর্বে সম্মতি না পাওয়ার ক্ষেত্র হিসাবে পরিস্কার ভাবে কোন ব্যক্তি ও তৃতীয় পক্ষের আর্জেন্ট জীবন, শরীর সম্পত্তির মুনাফার জন্য বলে মনে করি।
  • -পরিসংখ্যান লিখন এবং একাডেমিক গবেষণা ইত্যাদি উদ্দেশ্যে প্রয়োজনের ক্ষেত্রে নির্দিষ্ট ব্যক্তিকে চিনতে না পারার অবস্থায় ব্যক্তিগত তথ্য প্রদান করার ক্ষেত্রে
  • -ব্যক্তিগত তথ্য উদ্দেশ্য ছাড়া ব্যবহার করা বা এটা তৃতীয় ব্যক্তিকে প্রদান না করলে অন্য আইন থেকে নির্ধারিত সংশ্লিষ্ট দায়িত্ব পরিচালনা করতে না পারার ক্ষেত্রে হিসাবে সুরক্ষা কমিটি বিতর্ক এবং রেজল্যুশন পাস করার ক্ষেত্রে
  • -মধ্যস্থতার বাইরে জাতীয় সংস্থার পরিচালনার জন্য বিদেশী তথ্য এবং আন্তর্জাতিক সংস্থায় প্রদানের জন্য প্রয়োজনের ক্ষেত্রে
  • -অপরাধের পর্যবেক্ষণ এবং পাবলিক প্রসিকিউশনে উত্থাপন এবং দাবীর জন্য প্রয়োজন হলে
  • -আদালতে বিচার কার্য পরিচালনায় প্রয়োজন হওয়ার ক্ষেত্রে
  • -দণ্ডনীয় কারাবাস এবং আটকাদেশ কার্যকর করার জন্য প্রয়োজন হওয়ার ক্ষেত্রে
  • ※আমাদের ভালোটা ব্যক্তিগত তথ্য ব্যবহার প্রদানে থাকা অনুসারে ভুল ভাবে ব্যবহার না করার প্রচেষ্টা চালাবো।
  • বিদেশী কর্মসংস্থান তদারকি পদ্ধতি ইন্টানেট সার্ভিস> হলো ব্যক্তিগত তথ্য ব্যবহার করা বা প্রদান করা করা সংস্থার কাছে ব্যবহারের উদ্দেশ্য, ব্যবহারের উপায় সংরক্ষণের মেয়াদ, ব্যবহার ফর্ম ইত্যাদি প্রতিহত করে বা ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় বাস্তবিক ব্যবস্থাপনা প্রস্তুত করার ডকুমেন্ট দিয়ে আবেদন করে ব্যবহার এবং প্রদান উদ্দেশ্য অনুসারে নুন্যতমের ব্যক্তিগত তথ্য সরবরাহ কুরবো।
  • ব্যক্তিগত তথ্যের মেটেরিয়াল গ্রহণ করা ব্যক্তি, ব্যক্তিগত তথ্য ব্যবহারের উদ্দশ্য এবং সরবরাহের আইটেম, আইনগত ভিত্তি পরবর্তী রূপ।
  • ডাউনলোড

ধারা ৬(ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ প্রতিশ্রুতি)

  • <বিদেশী কর্মসংস্থান তদারকি পদ্ধতি ইন্টানেট সার্ভিস> হলো সেবা উন্নত করতে নিম্ম লিখিত ভাবে ব্যক্তিগত তথ্য নির্ভর করে থেকে সংশ্লিষ্ট আইন অনুসারে নির্ভর চুক্তি করার সময় ব্যক্তিগত তথ্য নিরাপদ ভাবে তদারকি করতে পারার অবস্থা প্রতিষ্ঠিত করছে।

প্রতিশ্রুতিকারী প্রতিশ্রুতির উদ্দেশ্য ফোন নং
(জু) গাইস্ট কোরিয়া বিদেশী নিয়োগ তদারকি পদ্ধতির উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ ০২-৮৩৩-১৬৫০
এস এন ফি সোফ্ট বিদেশী নিয়োগ পরিসংখ্যান উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ ০২- ৩৪৩২-০৯৯২
জুসিক হোয়সা ইউনিএস গ্রাহক পরামর্শ, জালিয়াতি প্রতিরোধ, দূরবর্তী সহায়তা সার্ভিস ১৫৬৬-৯৭৯৭

একজনের ব্যক্তিগত তথ্য অধকার, দায়িত্ব এবং তার করার উপায়

  • ক. কোন ব্যক্তির ব্যক্তিগত তথ্য (১৪ বছরের নিচে হলে আইনগত প্রতিনিধিকে বুঝায়) যে কোন সময় নিচের প্রত্যেকটি ব্যক্তিগত তথ্য নিরাপত্তা তদারকির দায়িত্ব পরিচালনা করতে পারে।
    • ১)ব্যক্তিগত তথ্য পর্যবেক্ষণে অনুরোধ
    • ২)ভূল থাকলে সংশোধনের অনুরোধ
    • ৩)মুছে ফেলার অনুরোধ
    • ৪)প্রক্রিয়াকরণ বন্ধের অনুরোধ
  • খ. ক অনুচ্ছেদে অন্যান্য অধকার কর্ম ব্যক্তিগত তথ্য নিরাপত্তা আইনে লিখার পর লিখিত ডকুমেন্ট ই-মেইল, অনুলিপি (ফ্যাক্স) ইত্যাদির মাধ্যমে করা যায়, এ সমন্ধে দেরি না করেই ব্যবস্থা নেব।
  • গ. কোন ব্যক্তির ব্যক্তিগত তথ্যের ভুল সমন্ধে সংশোধন এবং মুছে ফেলার অনুরোধ করলে সংশোধন এবং মুছে ফেলা পর্যন্তু তাঁর ব্যক্তির ব্যক্তিগত তথ্য ব্যবহার বা প্রদান করবো না।
  • ঘ. ক অনুচ্ছেদে অন্যান্য অধিকার কর্ম কোন ব্যক্তির আইনগত প্রতিনিধি বা পাওয়ার অব অ্যাটর্নি প্রাপ্ত ব্যক্তির মাধ্যমে করতে পারেন। এ ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য নিরাপত্তা আইনে প্রয়োগ আইন অনুসারে ধারা১১ ফর্মে অন্য পাওয়ার অব অ্যাটর্নি জমা দিতে হবে।
  • ঙ. ব্যক্তিগত তথ্য পরিদর্শন এবং প্রসেস বন্ধের অনুরোধ হলো ব্যক্তিগত তথ্য নিরাপত্তা আইন ৩৫ ধারা ৫ অনুচ্ছেদ, ৩৭ ধারা ২ অনুচ্ছেদে অনুযায়ী বিষয়টির অধিকার সীমিত হতে পারে।
  • চ. ব্যক্তির ব্যক্তিগত তথ্যের বন্ধ এবং মুছে ফেলা অনুরোধ হলো অন্য আইন থেকে তাঁর ব্যক্তিগত তথ্য সংগ্রহ হিসাবে নির্দিষ্ট করা থাকার ক্ষেত্রে মুছে ফেলার অনুরোধ করা যাবে না।
  • ছ. কোন ব্যক্তির অধিকার অন্য পরিদর্শন অনুরোধ, সংশোধন, মুছে ফেলার অনুরোধ, প্রসেসিং বন্ধের অনুরোধ করার সময় অনুরোধকারী নিজে বা বৈধ প্রতিনিধি কিনা যাচাই করবো।
    • * [ব্যক্তিগত তথ্য নিরাপত্তা আইন প্রয়োগ নিয়ম সংযুক্তি ধার ৮নং] [ব্যক্তিগত তথ্য(পরিদর্শন, সংশোধন, মুছে ফেলা, প্রসেসিং বন্ধ) অনুরোধ পত্র
    • * [ব্যক্তিগত তথ্য নিরাপত্তা আইন প্রয়োগ নিয়ম সংযুক্তি ধার ১১নং] পাওয়ার অব অ্যাটর্নি
  • জ. [ব্যক্তিগত তথ্যে পরিদর্শন, সংশোধন, মুছে ফেলা, প্রসেসিং বন্ধ অনুরোধ গ্রহণ-প্রসেসিং বিভাগ ও ভারপ্রাপ্ত ব্যক্তি।
    • -বিভাগ : তথ্য নিরাপত্তা দল
    • -ভারপ্রাপ্ত ব্যক্তি : ইয়াং হোই জং দলনেতা

ধারা ৮(ব্যক্তিগত তথ্য ধ্বংস)

  • <বিদেশী নিয়োগ তদারকি পদ্ধতি ইন্টানেট সার্ভিস> নীতিগতভাবে ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের উদ্দেশ্য অর্জিত হওয়ার ক্ষেত্রে দেরি না করে সংশ্লিষ্ট ব্যক্তিগত তথ্য ধ্বংস করবো। তবে, অন্য আইন অনুসারে সংরক্ষণ করতে হওয়ার ক্ষেত্রে এমনটি করবো না। ধ্বংসের ধাপ, সময় এবং উপায় নিম্নরূপ।
  • ক. ধ্বংসের ধাপ : ব্যবহারকারী দ্বারা লেখা তথ্য উদ্দেশ্য অর্জনের পর অভ্যন্তরীণ নীতি এবং সংশ্লিষ্ট আইন অনুসারে একটা নির্দিষ্ট সময় অতিক্রমের পর অবিলম্বে ধ্বংস হবে।
  • খ. ধ্বংসের মেয়াদ : ব্যবহারকরীর ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত তথ্যের ধারণের সময় অতিক্রম হওয়ার ক্ষেত্রে ধারণের মেয়াদ শেষ হওয়ার দিন থেকে ৫দিনের মধ্যে, ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের উদ্দেশ্য অর্জন প্রভৃতি ঐ ব্যক্তিগত তথ্য অপ্রয়োজনীয় হয়ে পড়ার ক্ষেত্রে ব্যক্তিগত তথ্যের প্রক্রিয়াকরণ অপ্রয়োজনীয় বলে বিবেচিত হওয়ার দিন থেকে ৫দিনের মধ্যে ঐ ব্যক্তিগত তথ্য ধ্বংস করবো।
  • গ. ধ্বংসের উপায়
    • -ইলেকট্রনিক ফাইল আকারের ক্ষেত্রে : পুনরুদ্ধার করা অসম্ভব এমন উপায়ে স্থায়ী ভাবে মুছা
    • -ইলেকট্রনিক ফাইলের আকারের বাইরে রেকর্ড, মুদ্রিত বিষয়, লিখিত ডকুমেন্ট, এছাড়া রেকর্ড মিডিয়ার ক্ষেত্রে চুর্ণ করা বা ভস্ম করা

ধারা ৯ (ব্যক্তিগত তথ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা)

  • <বিদেশী নিয়োগ তদারকি পদ্ধতি ইন্টানেট সার্ভিস> 「ব্যক্তিগত তথ্য নিরাপত্তা আইন」 ধারা ২৯ অনুযায়ী নিম্নরূপ নিরাপত্তার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত, তদারকগত, প্রসাশনিক, শারিরীক ব্যবস্থা করছি।
  • A. অভ্যন্তরীণ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রতিষ্ঠা এবং প্রয়োগ : ব্যক্তিগত তথ্য ক্ষতিগ্রস্ত • চুরি • বাহিরে প্রকাশ • জালিয়াতি • ছিনতাই এবং যাতে বিনষ্ট না হয় সেভাবে 「ব্যক্তিগত তথ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য মান সম্পন্ন ব্যবস্থা」 সরকারি প্রশাসন ও গৃহ মন্ত্রণালয়ের নোটিশ ধারা ২০১৬-৩৫ অনুচ্ছেদ)এর উপর ভিত্তি করে অভ্যন্তরীণ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রতিষ্ঠিত এবং বাস্তবায়ন করে যাচ্ছি।
  • B. প্রবেশ অধিকারের প্রশাসন : ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ পদ্ধতিতে অটোমেটিক প্রবেশ করে কাজের কার্যকারিতার জন্য দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তিকে নুন্যতম আইনত প্রবেশাধিকার দেওয়া হয়েছে। ব্যক্তিগত তথ্য হ্যান্ডলার পরিবর্তিত হলে দেরী না করে ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ পদ্ধতিতে প্রবেশ অধিকার পরিবর্তন এবং বাতিল করছি। এবং নিরাপদ পাসওয়ার্ড সেট করতে পারার জন্য লেখার নিয়ম প্রতিষ্ঠিত করে ও প্রয়োগ করছি। একাউন্টের তথ্য বা পাসওয়ার্ড নির্দিষ্ট বারের চেয়ে বেশি ভুল করে থাকলে ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ পদ্ধতিতে প্রবেশাধিকার সীমাবদ্ধ করি এং প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করে থাকি।
  • C. প্রবেশ নিয়ন্ত্রণ : তথ্য নেটওয়ার্ক মাধ্যমে অবৈধ প্রবেশ এবং বিরক্তিকর দুর্ঘটনা প্রতিরোধ করতে IP প্রবেশ ব্লক করা, ইন্টারনেট ব্যবহার সীমাবদ্ধ করা, বছরে একবারের বেশী ঝুঁকি নির্ণয় ইত্যাদি ব্যবস্থা নিয়ে ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ পদ্ধতিতে প্রবেশ নিয়ন্ত্রণকে বাস্তবায়িত করা হচ্ছে।
  • D. ব্যক্তিগত তথ্যের পাসওয়ার্ড : সনাক্তকরণ তথ্য, পাসওয়ার্ড, জৈব তথ্য নেটওয়ার্কের মাধ্যমে ট্রান্সমিশন বা অক্জিলিয়ারী স্টোরেজ মিডিয়া প্রভৃতির মাধ্যমে ফরোয়ার্ড করার ক্ষেত্রে নিরাপদ সমাধান পদ্ধতি কার্যকারী করে গোপনীয়তা রক্ষা করছি।
  • E. সংযোগ রেকর্ডের হেফাজত এবং পরিদর্শন : বিদেশী কর্মসংস্থান তদারকি সার্ভিস ব্যক্তিগত তথ্য হ্যান্ডলার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ পদ্ধতিতে প্রবেশের রেকর্ড ৬ মাসের অধিক হেফাজতের ব্যবস্থা করে ব্যক্তিগত তথ্য ক্ষতিগ্রস্ত • চুরি • বাহিরে প্রকাশ • জালিয়াতি • ছিনতাই প্রভৃতি সমস্যা মোকাবেলা করার জন্য প্রতি অর্ধ বছরের একাধিকবার সংযোগ রেকর্ড চেক কর থাকি।
  • F. দূষণীয় প্রগ্রাম গুলি প্রতিরোধ : বিদেশী কর্মসংস্থান তদারকি সার্ভিস দূষণীয় প্রগ্রাম গুলি প্রতিরোধ, নিরাময় করতে পারা ভ্যকসিন সফটওয়্যার প্রভৃতি নিরাপত্তার প্রগ্রাম ইনস্টল করে পরিচালনা করছি।
  • G.পরিচালনায় ব্যবহার সীমার নিরাপত্তা ব্যবস্থা : বিদেশী কর্মসংস্থান তদারকি সার্ভিস ব্যক্তিগত তথ্য বাইরে প্রকাশ প্রভৃতি বিরক্তিকর দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য পরিচালনায় ব্যবহার সীমার নিরাপত্তা ব্যবস্থা সমন্ধে অনধিকার প্রাপ্ত প্রান্তিক ব্যবহার ব্লক, মূল উদ্দেশ্য ব্যতীত ব্যবহার নিষিদ্ধ, ভ্যকসিন প্রভৃতি নিরাপত্তার প্রগ্রাম ইনস্টল করে নিরাপদ ব্যবস্থা পরিচালনা করে চলেছি।
  • H. শারীরিক নিরাপত্তা ব্যবস্থা : বিদেশী কর্মসংস্থান তদারকি সার্ভিস ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ পদ্ধতিতে শারীরিক নিরাপত্তা ব্যবস্থা কম্পিউটর রুম থেকে করছে।ব্যক্তিগত তথ্য সংক্রান্ত ডকুমেন্ট, অক্জিলিয়ারী স্টোরেজ মিডিয়া প্রভৃতি লক্ ডিভাইস থাকা নিরাপদ স্থানে সংরক্ষণ তদারকি করছি।
  • I. আহত •দুর্যোগ প্রস্তুতি নিরাপদ ব্যবস্থা : বিদেশী কর্মসংস্থান তদারকি সার্ভিসে আহত-দুর্যোগ পরিস্থিতি সৃষ্টি হলে ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ পদ্ধতি ব্যাকআপ এবং পুনরুদ্ধারের জন্য দুর্যোগ পুনরুদ্ধারের কেন্দ্র স্থাপন করে পরিচালনা করছি। অগ্নি, বন্যা, বিদ্যুৎ বভ্রান্তি প্রভৃতি আহত-দুর্যোগ পরিস্থিতি সৃষ্টি হলে ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ সার্ভিসের নিরাপত্তার জন্য সংকট প্রতিক্রিয়া ম্যানুয়াল ইত্যাদি প্রতিক্রিয়ার ধাপ স্থাপন করে নিয়মিত ভাবে পরীক্ষা করছি।
  • J. ব্যক্তিগত তথ্য ধ্বংস : বিদেশী কর্মসংস্থান তদারকি সার্ভিসে ব্যক্তিগত তথ্য ধ্বংস করার ক্ষেত্রে নিচের যে কোন একটি কাজ করছি।
    • ১) সম্পূর্ণ ধ্বংস (ভস্মীভুত•চুর্ণ ইত্যাদি)
    • ২) প্রাইভেট ডিভাইস সরঞ্জাম ব্যবহার করে মুছে ফেলা
    • ৩) ডেটা পুনরুদ্ধার না করে ও ওভারাইটিং এবং ব্যক্তিগত তথ্যের শুধুমাত্র একাংশ ধ্বংস হওয়ার ক্ষেত্রে, ১নং বর্ননা মতে ধ্বংস করা কঠিন হলে নিচের বর্ননা মতো ব্যবস্থা করছি।
      • (১) ইলেকট্রনিক ফাইল ধারীর ক্ষেত্রে : ব্যক্তিগত তথ্যের মুছে ফেলার পর পুনরুদ্ধার এবং পুনঃউৎপাদন না করতে পারার পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করছি।
      • (২) রেকর্ড, মুদ্রিত, লিখিত, এছাড়া রেকর্ডিং মিডিয়ার ক্ষেত্রে: প্রাসঙ্গিক আংশ মাস্কিং, ছিদ্র প্রভৃতি উপায়ে মুছা।

ধারা ১০(ব্যক্তিগত তথ্য সুরক্ষা কর্মকর্তা)

  • <বিদেশী কর্মসংস্থান তদারকি পদ্ধতি ইন্টানেট সার্ভিস> ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করে ব্যক্তিগত তথ্যের সাথে সম্পর্কিত অসন্তোষ প্রক্রিয়া করার জন্য নিচের মতো ব্যক্তিগত তথ্য সুরক্ষা কর্মকর্তা এবং ওয়ার্কিং ভারপ্রাপ্ত নিয়োগ করেছেন। (ব্যক্তিগত তথ্য নিরাপত্তা আইনের ৩১ধারা ১ অনুচ্ছেদে ব্যক্তিগত তথ্য নিরাপত্তা পরিচালক।

বিভাগ বিভাগের নাম নাম ফোন নং ই-মেইল
ব্যক্তিগত তথ্য নিরাপত্তা পরিচালক তথ্য অপারেশন Jong Hoon Lim 1577-7114 ijhun9719@keis.or.kr
ব্যক্তিগত তথ্য নিরাপত্তা বিভাগ প্রতি পরিচালক বিদেশী লোকবল দল ইজোংসন্ দলনেতা ১৫৭৭-৭১১৪ sun777@keis.or.kr
ব্যক্তিগত তথ্য নিরাপত্তা সাধারণ পরিচালক তথ্য নিরাপত্তা দল ইয়াং হোইজং দলনেতা ১৫৭৭-৭১১৪ ehdnal@keis.or.kr
  • নির্ধারিত আইনে সংগৃহীত ব্যক্তিগত তথ্য এবং প্রক্রিয়াকরণের উদ্দেশ্যে সঠিক ভাবে ব্যবহার করতে পারার জন্য সর্বদা পরিচালনা•তত্ত্বাবধান করবো।

ধারা ১১ (লঙ্ঘন প্রতিকারের উপায়)

  • কোন ব্যক্তির ব্যক্তিগত তথ্য লঙ্ঘন থেকে ত্রাণ পাওয়ার জন্য ব্যক্তিগত তথ্য ডিসপিউট রেসোলিউশন কমিটি, কোরিয়া ইন্টারনেট প্রচার সংস্থা, ব্যক্তিগত তথ্য অভিযোগ কেন্দ্রে বিরোধ মীমাংসা বা পরামর্শ জন্য আবেদন করতে পারেন। এছাড়া ব্যক্তিগত তথ্য অভিযোগ কেন্দ্র রিপোর্ট ও পরামর্শের জন্য, নিম্নলিখিত সংস্থার সাথে যোগাযোগ করুন।
  • -ব্যক্তিগত তথ্য ডিসপিউট রেসোলিউশন কমিটি : ১৮৩৩-৬৯৭২(https://www.kopico.go.kr)
  • -ব্যক্তিগত তথ্য অভিযোগ কেন্দ্র :(কোড নম্বর ছাড়া) ১১৮(http://privacy.kisa.or.kr)
  • -সুপ্রিম প্রসিকিউটর অফিস, সাইবাㅌর তদন্ত বিভাগ : ১৩০১ (কোড নম্বর ছাড়া) (http://www.spo.go.kr)
  • -জাতীয় পুলিশ সংস্থা সাইবার নিরাপত্তা ব্যুরো : ১৮২(কোড নম্বর ছাড়া) (http://cyberbureau.police.go.kr)

ধারা ১২ (ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ নীতি পরিবর্তন)

  • এই ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ নীতি চালু করার দিন থেকে কার্যকারী হবে, আইন এবং নীতি অনুযায়ী পরিবর্তিত বিষয়বস্তু সংযোজন, মুছা, এবং সংশোধন থাকার ক্ষেত্রে সম্ভাব্য পরিবর্তিত বিষয় ৭দিন আগে থেকে বিজ্ঞপ্তি মাধ্যমে সূচিত করবো।
    • ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণ নীতি সংস্করণ নম্বর:
    • প্রয়োগের তারিখ: 2018. 6. 25

Version number of privacy policy